কম দামে কেনা হচ্ছে ডাল, মেলেনি জন্মনিয়ন্ত্রণ পিল কেনার অনুমোদন
এবার ৯৬ টাকা ৩৯ পয়সা কেজি দরে মসুর ডাল কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগ সরকার সর্বশেষ যে দামে মসুর ডাল কিনেছে, এখন প্রতি কেজি মসুর ডাল কিনতে তারচেয়ে ৫ টাকা ৮১ পয়সা কম খরচ হচ্ছে। সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এই মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে।
এদিকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে ৫টি লটে ৪৫ মিলিয়ন সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম) বা জন্মনিয়ন্ত্রণ পিল কেনার প্রস্তাব নিয়ে আসা হলেও তা অনুমোদন দেয়নি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। কর্মসূচির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কমিটি প্রস্তাবটি অনুমোদন দেয়নি।
বুধবার (৯ অক্টোবর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে মসুর ডাল কেনার অনুমোদন দেয় এবং জন্মনিয়ন্ত্রণ পিল কেনার অনুমোদন না দেওয়ার সিদ্ধান্ত হয়।