দিনভর সভাপতি প্রার্থীর অপেক্ষায়, প্রথম দিনে নেই চমক
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২৪, ১৮:৫২
মঙ্গলবার গণমাধ্যমে তাবিথ আউয়াল বলেছিলেন, তিনি মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনই ফরম তুলবেন। বাফুফে নির্বাচনের মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনে সভাপতি পদে কেউই মনোনয়নপত্র তোলেননি।
সকাল ১০টায় ফরম বিতরণ শুরুর পর থেকে শেষ অবধি অপেক্ষায় ছিল গণমাধ্যমসহ কিছু উৎসুক মানুষ। বিকেলের পর খবর আসে তাবিথ আউয়াল আজ মনোনয়নপত্র তুলবেন না।
এর আগে মঙ্গলবার রাত থেকেই খবর ছড়িয়ে পড়ে ঘটা করে প্রার্থিতা ঘোষণা দেওয়া তরফদার মো. রুহুল আমিন ভোটে দাঁড়াচ্ছেন না। নাটকীয় কিছু না ঘটলে বাফুফের দুই মেয়াদ সহ-সভাপতির দায়িত্ব পালন করা সাবেক ফুটবলার তাবিথ আউয়ালই হতে যাচ্ছেন বাফুফে নির্বাচনে একক সভাপতি প্রার্থী।