১৮ বছর বয়সে বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি শৃঙ্গ জয় করে বিশ্ব রেকর্ড
ইতিহাস গড়লেন নেপালি পর্বতারোহী নিমা রিনজি শেরপা। বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতের সব কটিই জয় করলেন মাত্র ১৮ বছর বয়সে। আজ ৯ অক্টোবর বুধবার সকালে তিব্বতের শিশাপাংমা পর্বতশৃঙ্গে (৮০২৭ মিটার) আরোহণ করে নিমা রিনজি এই কৃতিত্ব গড়লেন।
বিশ্বের সবচেয়ে উঁচু এই ১৪টি পর্বতশৃঙ্গ হিমালয় ও কারাকোরাম পর্বতমালায় অবস্থিত, যা নেপাল, চীন, ভারত এবং পাকিস্তানে বিস্তৃত। বিশ্বের সর্বোচ্চ পর্বতগুলো জয় করার এমন অভিযান পর্বতারোহণের দুনিয়ায় বিশাল মর্যাদাপূর্ণ।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, এত দিন সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে এই কৃতিত্ব ছিল নেপালের মিংমা ডেভিড শেরপার দখলে। ২০১৯ সালের ২৯ অক্টোবর মিংমা যখন এই রেকর্ড গড়েন, তখন তাঁর বয়স ছিল ৩০ বছর ১৬৬ দিন। আর অভিযান সম্পন্ন করতে তাঁর সময় লেগেছিল ৯ বছর ১৫৯ দিন। সময়ের হিসাবেও এগিয়ে নিমা রিনজি। তাঁর অভিযান শেষ করতে সময় লাগল ২ বছর ৪০ দিন।