You have reached your daily news limit

Please log in to continue


মৃত্যুর গুজব ছড়িয়েছিল, ‘ভবের হাট’ ধারাবাহিকের সেই আশান খাঁর খোঁজ মিলল

‘মেয়েদের গোছলের টাইম, সকাল ৮ ঘটিকা থেকে ১০ ঘটিকা পর্যন্ত। বি.দ্র. পুরুষরা ১০০ হাত দূরে থাকুন।’—একটি ব্যানারে লেখা। জনপ্রিয় ‘ভবের হাট’ ধারাবাহিক নাটকে ন্যাটা চরিত্রের অভিনেতা আ খ ম হাসানকে পুকুরপাড়ে ব্যানারটি লাগাতে দেখা যায়। সেই সময়েই পুকুরে মুখ ধুতে আসেন আশান খাঁ। কিন্তু সকাল ৮টা পেরিয়ে যাওয়ায় আশান অনেক অনুরোধ করেন পুকুরঘাটে যেতে। ‘এখনো মেয়েরা কেউ আসেনি, যাবে আর আসবে’—এই বলে অনেক অনুনয়-বিনয় করেও কোনো লাভ হয় না। তাকে একপর্যায়ে জাপটে ধরে নিয়ে যায় ন্যাটা। ধারাবাহিকের এই প্রথম দৃশ্য থেকে স্বতঃস্ফূর্ত অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই আশান খাঁ চরিত্রের অভিনেতা শামীম হাসান। পরবর্তী সময়ে তিনি নাটক থেকে হারিয়ে যান।


‘ভবের হাট’ নাটকের গুণী অভিনয়শিল্পী এ টি এম শামসুজ্জামান, হুমায়ুন ফরীদি, ওয়াহিদা মল্লিক জলি, রহমত উল্লাহ, ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, দিতি, তানিয়া আহমেদদের সঙ্গে অনেক দৃশ্যে সমান তালে অভিনয় করে আলোচনায় আসেন এই তরুণ। প্রথম ধারাবাহিকেই চমক দেখানো সেই তরুণের দর্শক বাড়তে থাকে। রাস্তাঘাটে শুনতে হতো, ‘আপনি আশান খাঁ না? এ টি এমের ছেলে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন