দ্রব্যমূল্যে কোনো স্বস্তি নেই
ড. সালেহউদ্দিন আহমেদ একজন অত্যন্ত ভদ্রলোক মানুষ। তিনি এখন দেশের অর্থনীতি ও বাণিজ্যের কর্তাব্যক্তি। কেন জানি আমার মনে হচ্ছে, তিনি অর্থনীতির সমস্যাগুলো দেখতে গিয়ে বাণিজ্যের দায়িত্ব কিছুটা ভুলে গেছেন বা যাচ্ছেন। তা না হলে দেশের তিনটি স্বনামধন্য দৈনিক পত্রিকা নিম্নলিখিত শিরোনামে খবর পরিবেশন করতে পারত না।
একটি কাগজের খবরের শিরোনাম: ‘আরও বেড়েছে ডিমের দাম, সবজির বাজারেও অস্বস্তি’। দ্বিতীয় কাগজের শিরোনাম হয়েছে: ‘মুরগি-ডিমের বাজারে অস্থিরতা, বাড়ছে আলু-চিনি ও ভোজ্য তেলের দাম’। সরকার সমর্থক হিসেবে পরিচিত আর একটি কাগজে খবরের শিরোনাম: ‘দ্রব্যমূল্য কমাতে নজর কম’।
- ট্যাগ:
- মতামত
- দ্রব্যমূল্য
- দ্রব্যমূল্য তালিকা