ডেঙ্গু: চট্টগ্রাম নগরীর ৭ এলাকা ‘অতি ঝুঁকিপূর্ণ’

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ২২:৪৬

চট্টগ্রাম নগরীর সাতটি স্থানকে ডেঙ্গু সংক্রমণের জন্য ‘অতি ঝুঁকিপূর্ণ’ এলাকা হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্যবিভাগ।


সেপ্টেম্বর মাসের শনাক্ত রোগীর তথ্যের ভিত্তিতে নগরীর এসব এলাকা শনাক্ত করে ‘লাল’ জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।


লাল জোন হিসেবে চিহ্নিত এলাকাগুলো হল- কোতোয়ালি, বাকলিয়া, বায়েজীদ, বন্দর, পাহাড়তলি, খুলশী ও চকবাজার।


১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বন্দরনগরী চট্টগ্রামে ৫১৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১০৬ জন শনাক্ত হয়েছে কোতোয়ালি থানা এলাকায়।


এরপর দ্বিতীয় সর্বোচ্চ ১০৩ জন শনাক্ত হয়েছে বাকলিয়া থানা এলাকায়। এরপর যথাক্রমে বায়েজীদ এলাকায় ৭৬ জন, বন্দর এলাকায় ৩৩ জন, পাহাড়তলীতে ৩২ জন, খুলশীতে ২৩ জন এবং বন্দর এলাকায় ২০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে সেপ্টেম্বরে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও