দেবীর ঘুম ভাঙানোর বন্দনা হল, এবার উৎসব শুরুর অপেক্ষা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ২২:৪১
ষষ্ঠী তিথিতে বেলতলায় দেবীর অধিষ্ঠানের মধ্য দিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে বুধবার। এরইমধ্যে ঢাকের বাদ্য আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে বিভিন্ন মণ্ডপ।
সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে ‘কন্যারূপে’ মর্ত্যলোকে বাবার বাড়ি আসেন দশভূজা দেবী দুর্গা; বিসর্জনের মধ্য দিয়ে তাকে এক বছরের জন্য বিদায় জানানো হয়। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মাঝে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।
মহালয়ার মধ্য দিয়ে গত ২ অক্টোবর শুরু হয়েছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার সন্ধ্যায় হয়েছে বোধন, অর্থাৎ দেবীর ঘুম ভাঙানোর বন্দনা পূজা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শারদীয় দুর্গোৎসব