টেকনাফের নাফ নদী থেকে ৫ জেলেকে তুলে নিল মিয়ানমারের অস্ত্রধারীরা

www.ajkerpatrika.com টেকনাফ প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২৪, ২২:৩৩

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের অস্ত্রধারীরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার শাহপরীরদ্বীপ মোহনা থেকে তাঁদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।


তুলে নিয়ে যাওয়া পাঁচ জেলে হলেন—উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২), আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে বোরহান উদ্দিন (১৯), চকরিয়ার খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।


সাবরাং ইউনিয়নের ৯ ওয়ার্ডের ইউপি সদস্য আবদুস সালাম এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল সোমবার ৫ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হয় আজ মঙ্গলবার দুপুরে।


জেলেদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে আবদুস সালাম জানান, একটি নৌকা করে নাফনদীতে মাছ ধরতে নেমেছিল বাংলাদেশি জেলেরা। এ সময় অস্ত্রধারী আরাকান আর্মির সদস্যরা তাদের ধরে মিয়ানমারের দিকে নিয়ে গেছে। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও