You have reached your daily news limit

Please log in to continue


গুম কমিশনে অভিযোগ দেওয়ার সময় বাড়ল আবারও

গুম সংক্রান্ত কমিশনে অভিযোগ দায়েরের সময় বৃদ্ধি করা হয়েছে। ৭ দিন বাড়িয়ে ১০ অক্টোবর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এর সময়।

আজ (মঙ্গলবার) বিকেলে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

এতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরে  সময়সীমা ১০ অক্টোবর থেকে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনো সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনো ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। ডাকযোগে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে। অভিযোগ জানানোর ঠিকানা- গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬,গুলশান অ্যাভিনিউ, ঢাকা-১২১২। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন