You have reached your daily news limit

Please log in to continue


এক ইলিশের দাম ৬ হাজার ৮শ টাকা

কুয়াকাটায় একটি ইলিশ ৬ হাজার ৮৪০ টাকায় বিক্রি হয়েছে। দুই কেজি ২৮০ গ্রাম ওজনের ওই ইলিশ মাছটি মঙ্গলবার সকালে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে স্থানীয় জেলে মো. আলমাসের জালে ধরা পড়ে। কুয়াকাটা মেয়র বাজারে নিলামে উঠানো হলে মো. হাসান নামে এক মাছ ব্যবসায়ী ৬ হাজার ৮৪০ টাকায় ইলিশটি ক্রয় করেন।

দুই কেজি ওজনের ইলিশ অনেক দিন পরে ধরা পড়ায় সেটি একনজর দেখতে উৎসুক লোকজনের ভিড় জমে যায়। 

বাজারজাতকারী মনি ফিস আড়তের ব্যবসায়ী রুবেল ঘরামি বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম দেখা মেলে। তাই নিলামে ১ লাখ পনেরো হাজার টাকা দরে মাছটি বিক্রি হয়েছে। এতে মাছটির মূল্য বাবদ ৬ হাজার ৮৪০ টাকা বিক্রেতা পেয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন