ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে সহায়তা করবে চ্যাটজিপিটি
আমরা প্রায়ই ডাক্তারের প্রেসক্রিপশন হাতে নিয়ে দুর্বোধ্য হাতের লেখার মুখোমুখি হই। অস্পষ্ট, দ্রুত লেখা এই প্রেসক্রিপশনগুলো পড়া বেশিরভাগ মানুষের পক্ষে কঠিন হয়ে পড়ে। এই সমস্যার সমাধানে এবার সাহায্য করতে আসছে চ্যাটজিপিটি! আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে না পারেন, তাহলে এখন চ্যাটজিপিটি আপনাকে ওষুধ এবং অন্যান্য নির্দেশনা বুঝতে সহায়তা করবে।
২০২২ সালের নভেম্বরে যখন চ্যাটজিপিটি আত্মপ্রকাশ করে, তখন থেকেই এটি প্রযুক্তি জগতে আলোড়ন তোলে। ওপেনএআই নির্মিত এই অত্যাধুনিক চ্যাটবট অল্প সময়ের মধ্যেই বহুমুখী দক্ষতা অর্জন করে এবং ব্যবহারকারীদের মন জয় করে। লেখালেখি, প্রোগ্রামিং, অনুবাদ, এমনকি জটিল বিষয় ব্যাখ্যা করার মতো অনেক কাজে দক্ষ চ্যাটজিপিটি। তবে, এআই টুল হিসেবে এর প্রয়োগের ক্ষেত্র ক্রমেই বিস্তৃত হচ্ছে, এবং এখন এটি ডাক্তারের প্রেসক্রিপশনের মতো কঠিন পাঠোদ্ধারেও সক্ষম।
- ট্যাগ:
- প্রযুক্তি
- প্রেসক্রিপশন
- চ্যাটজিপিটি