![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2024-10-07%252Fjjp2o3ib%252F07a79991-5504-415f-9808-b66684c10808.webp%3Frect%3D83%252C0%252C1002%252C668%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D0.9)
বাংলাদেশকে অলআউট করে পাকিস্তানের যে বিশ্ব রেকর্ডে ভাগ বসিয়েছে ভারত
প্রথম আলো
প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ১৩:০৫
শোচনীয়—গোয়ালিয়রে গতকাল রাতে প্রথম টি–টোয়েন্টিতে ভারতের কাছে বাংলাদেশের হারকে এক শব্দে ব্যাখ্যা করলে এটা লেখাই যায়।
নতুন আন্তর্জাতিক ভেন্যু শ্রীমন্ত মাধবরাও সিন্ধিয়া স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১ বল বাকি থাকতে ১২৭ রানে অলআউট হয় বাংলাদেশ। টি–টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ভারত ৭ উইকেট আর ৪৯ বল হাতে রেখেই লক্ষ্য টপকে যায়।
- ট্যাগ:
- খেলা
- টি টোয়েন্টি
- অলআউট