You have reached your daily news limit

Please log in to continue


পর্যটকদের কেমন কাটে দুবাইয়ের রাতের সৈকতে

গ্রীষ্মের খরতাপে ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রায় সৈকতে বেড়াতে গেলে রীতিমতো ভাজা ভাজা হয়ে যেতে হয়। এ সংকটের অভিনব এক সমাধান বের করেছে দুবাই। সেখানে পর্যটকদের জন্য রাতের বেলায় খুলে দেওয়া হয় সৈকত। ফ্লাডলাইটের আলোয় সৈকতের চারপাশ ঝলমল করে। লাইফগার্ডের সদস্যরা ব্যবহার করেন অন্ধকারেও দেখা যায়—এমন বাইনোকুলার।

দুবাইয়ের এক কর্মকর্তা বলেন, তাঁদের এ পরিকল্পনা জনপ্রিয় হয়েছে। গত বছর থেকে ১০ লাখের বেশি মানুষ দুবাইয়ে রাতের বেলায় সৈকতে বেড়াতে এসেছেন।

বিশ্বের সবচেয়ে গরম অঞ্চলগুলোর একটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। জলবায়ু পরিবর্তনের কারণে ওই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড উচ্চতায় উঠছে।

মধ্যপ্রাচ্য অঞ্চলের বেশির ভাগ অংশেই এখন যুদ্ধ-সংঘাত চলছে। যুদ্ধে ইসরায়েলের মুখোমুখি হামাস, হিজবুল্লাহ ও ইরান। এরপরও সাপ্তাহিক ছুটির দিনগুলোর সন্ধ্যা ও রাতে দুবাইয়ের সৈকতগুলোয় ভিড় দেখা যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন