১৮‍+ হলেও এটি একটি সামাজিক ছবি

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২৪, ১২:৪৯

নাটকের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন ইরফান সাজ্জাদ। ওটিটিতেও কাজ করে থাকেন। নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের খবরও পাওয়া গেল। ভয়াল নামে ছবিটি সেন্সর সার্টফিকেশন বোর্ড থেকে ‘এ’ গ্রেড পেয়েছে। এসব নিয়ে গতকাল রোববার বিকেলে তাঁর সঙ্গে কথা বললেন মনজুর কাদের


প্রথম আলো: ফেসবুকে দেখলাম, উড়োজাহাজে বসা একটি ছবি পোস্ট করেছেন?
ইরফান সাজ্জাদ : আমি এখন ব্যাংককে। সব সময় তো শুটিংয়ে বা ঘুরতে আসি। এবার অন্য কাজে এসেছি। আমার একটা ব্যবসা আছে, সেই কাজটা করতেই আসা।


প্রথম আলো: ‘ভয়াল’ নাকি সার্টিফিকেশন বোর্ড থেকে ‘এ’ গ্রেড সনদ পেয়েছে?
ইরফান সাজ্জাদ : আমিও তা–ই শুনেছি, গ্রেড ‘এ’–তে অন্তর্ভুক্ত হয়েছে ভয়াল। এর পরিচালক বিপ্লব হায়দার। ছবিটি দেখে সার্টিফিকেশন বোর্ডের কয়েকজন ভালো লাগার কথাও ব্যক্ত করেছেন। বলেছেন, ভিন্নধর্মী গল্প। যদিও ‘এ’ গ্রেড তকমা পেয়েছে। তবে ছবির যে বার্তা, তা খুবই ইউনিক। যাঁরা ছবিটি দেখবেন, ভিন্ন রকম স্বাদ পাবেন। বাংলাদেশের সিনেমা তো এখন আস্তে আস্তে অন্য রকম একটা অবস্থান তৈরি করছে। অনেক আনকনভেনশনাল সিনেমার কাজ হচ্ছে। সে জায়গা থেকে আমারও মনে হয়, ভয়াল একটা ভালো প্রভাব ফেলতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও