You have reached your daily news limit

Please log in to continue


ম্যাকবুক কেনার আগে যে ১০ বিষয় খেয়াল রাখবেন

অ্যাপলের আইফোন ছাড়াও ম্যাকবুক, স্মার্টওয়াচ, আইপড খুবই জনপ্রিয়। একটা ম্যাকবুক কেনা অনেকেরই স্বপ্ন। কেউ আবার জমানো টাকা দিয়ে ম্যাক কেনেন। তবে ম্যাকবুক সম্পর্কে ভালো ধারণা না থাকায় আপনার জন্য সঠিক পণ্যটি বুঝে কিনতে পারেন না। এজন্য ম্যাকবুক কেনার সময় এবং আগে কয়েকটি বিষয়ে জানা খুবই জরুরি।

অ্যাপল প্রতিবছরই ম্যাকবুকের নতুন নতুন ভার্সন লঞ্চ করছে। খুব শিগগির তাদের সবচেয়ে ছোট ম্যাক আনছে বাজারে। অ্যাপলের দাবি, এর আগে এত ছোট ম্যাক লঞ্চ করেনি সংস্থা।

তবে আপনি যখন ম্যাক কিনতে চাইবেন তখন যেসব বিষয় মাথায় রাখবেন জেনে নিন-
১. মডেল নির্বাচন
আপনার প্রয়োজন অনুযায়ী ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ারের মধ্যে নির্বাচন করুন। প্রো মডেল বেশি পাওয়ারফুল এবং ডিজাইনারদের জন্য ভালো, এয়ার মডেল লাইটওয়েট এবং পোর্টেবল।

২. প্রসেসর
নতুন এম১ বা এম২ চিপের সুবিধা নিন। এগুলো অধিক কার্যক্ষম এবং ব্যাটারি লাইফও ভালো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন