হামলার পর থেকে নাসরুল্লাহর উত্তরসূরির সঙ্গে যোগাযোগ নেই
ইসরায়েলের হামলায় নিহত হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হওয়ার আলোচনা চলছিল হাসেম সাফিয়েদ্দিনকে নিয়ে। গত শুক্রবার থেকে হদিস মিলছে না তাঁর। সাফিয়েদ্দিনর সঙ্গে হিজবুল্লাহর যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। লেবাননের বেশ কয়েকটি সূত্র এ তথ্য দিয়েছে সংবাদ সংস্থা আল-জাজিরা ও রয়টার্সকে।
লেবাননের একটি নিরাপত্তা সূত্র শনিবার বলেছে, সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
ইরান-সমর্থিত লেবানিজ গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে গত বৃহস্পতিবার গভীর রাতে বৈরুর দক্ষিণ শহরতলিতে একটি বড় হামলা চালায় ইসরায়েল। এ সময় ভূগর্ভস্থ বাংকারে হাসেম সাফিয়েদ্দিনকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের তিন কর্মকর্তা। এরপর থেকেই সাফিয়েদ্দিনর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে।