ধর্ম শান্তি বজায় রাখতে শেখায়, স্মরণ করালেন চমক

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২৪, ২১:০৩

এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোকাইয়া জাহান চমক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ছিলেন সামাজিক মাধ্যমে। গণঅভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ গঠনেও হাত লাগিয়েছেন তিনি। ত্রাণ নিয়ে ছুটে গেছেন বন্যার্তদের পাশে। সেই চমক এবার স্মরণ করিয়ে দিলেন, ধর্ম শান্তি বজায় রাখতে শেখায়।


সম্প্রতি একটি ছবির জন্য সামাজিক মাধ্যমে তিক্ত অভিজ্ঞতার সম্মুখিন হয়েছেন চমক। গতকাল পোস্ট করা একটি ছবিতে মেট্রোরেলের ভেতরে তাকে দেখা গেছে দেবী দুর্গার সাজে। ছবিটি পোস্ট করতেই নেটিজেনদের কটাক্ষের শিকার হয়েছেন তিনি, যা চমককে হতবাক করেছে। তারই জের ধরে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। সেখানে সবার উদ্দেশে তিনি প্রশ্ন ছুঁড়েছেন, ‘ভিন্নধর্মের বলে কি শেকস্পিয়র, রবীন্দ্রনাথ ঠাকুরকেও বয়কট করতে হবে?’


ওই পোস্টে চমক লেখেন, ‘নাটকের নাম “আনন্দধাম”। পুজার বিশেষ নাটক। পরিচালনায় চয়নিকা চৌধুরী। প্রায় দুবছর আগে শুট করেছিলাম। হিন্দু নারীর চরিত্রে অভিনয় করি এই নাটকটিতে। এ রকম আরো কিছু নাটকে আমি হিন্দু চরিত্রের গল্প পাই। শুধু আমি না, এর আগে আমাদের দেশের অনেক স্বনামধন্য অভিনেতা-অভিনেত্রী অন্য ধর্মের চরিত্রে অভিনয় করেছেন এপার ও ওপার বাংলায়। তাদের প্রত্যেকেরই চরিত্রায়ণ ও অভিনয়শৈলী অসাধারণ। তাদের সেই সকল কাজ আমাদের দেশের মানুষ ভূঁয়সী প্রশংসা করেছেন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও