ফেনীতে ভয়াবহ বন্যার দেড় মাস পার হলেও পুনর্বাসনে নেই তৎপরতা
স্মরণকালের ভয়াবহ বন্যায় পানির তীব্র স্রোতের সঙ্গে ভেসে গেছে ফেনীর ফুলগাজী উপজেলার জগতপুর এলাকার আসমা আক্তারের বসতঘর। গত দেড় মাস ধরে পরিবার নিয়ে পার্শ্ববর্তী এলাকায় আত্মীয়ের বাড়িতে কোনোমতে খেয়ে না খেয়ে দিন কাটছে তার।
ঢাকা পোস্টকে তিনি বলেন, অনেক বেশি সম্পদ না থাকলেও সন্তানদের নিয়ে ভালোভাবেই কাটছিলো সংসার। তবে আকস্মিক বন্যায় আমাদের আর কিছুই বাকি নেই। এতদিন ধরে অনেকে খাবার দিয়ে সহযোগিতা করেছে। অনেকে ঘরের জন্য নাম নিয়েছে। তবে এখনো ঘর পাইনি।
বন্যায় ঘর হারিয়েছেন পরশুরামের বক্সমাহমুদ এলাকার বয়োবৃদ্ধ রেজিয়া বেগম। তিনি বলেন, আইজ্জা (আজকে) দেড় মাসে কতজন আইছে (আসছে) নাম নিতে, অনো (এখনো) আর ঘরগান (ঘরটি) হাইনো (পাইনি)। আন্ডার লাই (আমাদের জন্য) কত মানুষ টেয়া (টাকা) দিছে হুনছি (শুনছি), হেগুন (সেগুলো) তো ঢাকায়। ঘর কেন্নে (কিভাবে) হামু (পাব) তই (তো)।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বন্যা দুর্গত
- পুনর্বাসন