সর্দি-কাশিও কঠিন রোগের ইঙ্গিত দেয়
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকেই এখন ভুগছেন সর্দি-কাশির সমস্যায়। একই সঙ্গে গলা ব্যথা, নাক দিয়ে পানি পড়া, কাশি, ক্লান্তি ও শরীরে ব্যথার মতো লক্ষণেও ভুগছেন কেউ কেউ। এগুলো মূলত ফ্লুর লক্ষণ।
সর্দি-কাশি কোন কোন রোগের লক্ষণ হতে পারে?
ব্রঙ্কাইটিস
ফুসফুসে বাতাস বহনকারী ব্রঙ্কিয়াল টিউবগুলো যখন ফুলে যায় তখন শ্লেষ্মা, গলা ব্যথা ও বিরক্তিকর কাশির লক্ষণ দেখা দেয়। এই সমস্যাকে বলা হয় ব্রঙ্কাইটিস। সাধারণত দু’ধরনের ব্রঙ্কাইটিস আছে- তীব্র ব্রঙ্কাইটিস ও ক্রনিক ব্রঙ্কাইটিস।
নিউমোনিয়া
নিউমোনিয়ার প্রাথমিক লক্ষণগুলোও সাধারণ ফ্লু ভেবে সবাই ভুল করেন। প্রাথমিকভাবে নিউমোনিয়ার লক্ষণ খুব বেশি তীব্র হয় না। নিউমোনিয়া মূলত একটি সংক্রমণ। এক্ষেত্রে এক বা উভয় ফুসফুসের বায়ু থলি স্ফীত হয়। এই ফুসফুসের সংক্রমণে কাশি, জ্বর, ঠান্ডা লাগা, ক্লান্তি ও শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে।
রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস (আরএসভি)
রেসপিরেটরি সিনসিশিয়াল ভাইরাস বা আরএসভি’র লক্ষণকেও সাধারণ ফ্লু ভেবে ভুল করেন সবাই। এটি একটি সাধারণ শ্বাসযন্ত্রের ভাইরাস যা সাধারণত হালকা সর্দির মতো উপসর্গ সৃষ্টি করে। আর তা এক বা দুই সপ্তাহের মধ্যে সেরেও যায়।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- সর্দি-কাশি
- কঠিন রোগের কারণ