লেবাননের ‘শিশুদের বিরুদ্ধে যুদ্ধ’ চালাচ্ছে ইসরায়েল, অভিযোগ চিকিৎসকের
ইসরায়েল লেবাননের `শিশুদের বিরুদ্ধে যুদ্ধ’চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বৈরুতের একজন শল্য চিকিৎসক।
আমেরিকান ইউনিভার্সিটি অব বৈরুত মেডিকেল হাসপাতালের ফিলিস্তিনি বংশোদ্ভূত ব্রিটিশ- সার্জন ডাঃ ঘাসান আবু-সিত্তাহ গাজায় ইসরায়েলের বোমা হামলায় বিপুল সংখ্যক শিশু হতাহত হওয়ার কথা তুলে ধরে লেবাননেও একই ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন।
তিনি এখন বৈরুতে থাকলেও এর আগে গাজায় কাজ করেছেন, জানিয়েছে সিএনএন।
ডাঃ আবু-সিত্তাহ সিএনএনকে বলেন, “গত বছরের অক্টোবর ও নভেম্বরে গাজায় আমি যা দেখেছি এখন সেটার অনুরূপ চিত্র লেবাননে দেখতে পাচ্ছি।”
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- শিশু আহত
- ইসরায়েলের হামলা