You have reached your daily news limit

Please log in to continue


অস্কারে কি ঠাঁই হবে এই বাঙালি অভিনেত্রীর

‘দ্য জেব্রাজ’ ছবির ট্রেলার উন্মোচিত হয়েছিল ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে। এবারে অস্কারের জন্য প্রস্তুত ছবিটি। নির্মাতার উদ্যোগে স্বাধীনভাবে অস্কারে পাঠানো হয়েছে ছবিটি। এরই মধ্যে সাধারণ শাখায় নাম লিখিয়েছে এটি। যদিও এই মুহূর্তে সেটি রয়েছে প্রথম রাউন্ডে। সামাজিক মাধ্যমে ঘটনাটি জানিয়েছেন ছবির অন্যতম প্রধান শিল্পী প্রিয়াঙ্কা সরকার। অস্কারে কি ঠাঁই হবে এই বাঙালি অভিনেত্রীর?

‘দ্য জেব্রাজ’ ছবিটি বানিয়েছেন বাঙালি পরিচালক অনীক চৌধুরী। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ছবির গল্প। বলা হচ্ছে, এআই বহু মানুষের চাকরি খেয়ে ফেলবে, সভ্যতা পড়বে সঙ্কটের মুখে। ঠিকমতো ব্যবহার করা না হলে সাজানো সমাজব্যবস্থা ধ্বংস করে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা। এসব নিয়েই ‘দ্য জেব্রাজ’-এর গল্প।

ছবি প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে অনীক চৌধুরী বলেছেন, ‘এখনকার মডেলিংয়ের দুনিয়ায় এআই কী কুপ্রভাব ফেলছে, এই ছবিতে সেটাই দেখানো হয়েছে। মডেলদের পাশাপাশি ফটোগ্রাফারদের ক্যারিয়ারেও থাবা বসাচ্ছে এআই। ফটোগ্রাফাররা তবু কোনো না কোনোভাবে কাজ করে বেঁচে যাচ্ছে, কিন্তু মডেলরা তো অসহায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন