বিশ্ববাজারে তেলের দাম এখনো ‘আকাশচুম্বী’ নয় যে কারণে

www.ajkerpatrika.com প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ২০:৩৪

ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে গত সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলার বেড়েছে। আগের সপ্তাহের চেয়ে দাম বৃদ্ধির হার মাত্র ৮ শতাংশ। মধ্যপ্রাচ্যে বিস্তৃত সংঘাতের  আশঙ্কার মধ্যেও যতটুকু দাম বেড়েছে, তাকে ‘তুলনামূলক স্থিতিশীল’ বলা চলে। এমন ঝুঁকির মধ্যেও বাজার কেন চড়ছে না, তাতে বিস্মিত বাজার বিশ্লেষকেরা।   
  
জ্বালানি বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্য বৃহত্তর সংঘাতের ঝুঁকির মধ্যে বাজার কীভাবে এতটা শান্ত আচরণ করছে, তা বিস্ময়কর। তেল রপ্তানির বৃহত্তর এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। জ্বালানি তেল উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেকের সদস্য ইরান বিশ্বের অন্যতম শীর্ষ তেল রপ্তানিকারক। বিশ্বের জ্বালানি তেলের চাহিদার আনুমানিক ৪ শতাংশ পূরণ করে ইরান। আর ইসরায়েলি আক্রমণের কারণে ইরান থেকে তেল সরবরাহ বাধাগ্রস্ত হতে পারে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও