সাকিব-রোহিতের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন ৬ ক্রিকেটার
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই অবসরে গিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের রোহিত শর্মা। তবে যাওয়ার আগে নিজেদের নামের পাশে টি-টোয়েন্টি ফরম্যাটের এক বিশ্ব রেকর্ডও গড়েছিলেন বাংলাদেশ ও ভারতের দুই কিংবদন্তি। ২০০৭ সাল থেকে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সবকটি আসরেই দুজন।
সবমিলিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মোট ৯ আসরে খেলেছিলেন সাকিব ও রোহিত। সেই বিশ্বরেকর্ডের কয়েক মাস পরেই অবশ্য এই তালিকায় নাম লিখিয়েছেন আরও ৬ জন। অবশ্য এই ৬ জন নারী ক্রিকেটার। ২০০৯ সাল থেকে শুরু হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের খেলা চলছে সংযুক্ত আরব আমিরাতে।
সেখানেই মোট ৬ নারী ক্রিকেটারের ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নেমেছেন। এরইমাঝে নিজেদের নবম বিশ্বকাপের একটি করে ম্যাচ খেলে ফেলেছেন ভারতের হারমানপ্রীত কৌর, নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং সুজি বেটস, শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু ও ওয়েস্ট ইন্ডিজের স্টেফান টেইলর।