বৃষ্টি হলেই রাজধানীবাসীর ‘উভয় সঙ্কট’

বিডি নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ১৬:২৯

বৃষ্টির কারণে রাজধানীতে গণপরিবহনের সঙ্কট পুরনো নয়। কিন্তু পথে পথে জমে থাকা পানি, ভাঙাচোরা পথ আর এলোপাতাড়ি চলাচলের কারণে অপ্রতুল গণপরিবহনও কোথাও কোথাও যানজট ভোগান্তির মাত্রা বাড়ায়।


শনিবারও সেই চিত্র দেখা গেছে ঢাকায়।


বেসরকারি এক আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মী রিয়াজ উদ্দিন মতিঝিলে যেতে যাত্রাবাড়ীর বাসা থেকে বের হয়েছিলেন সকাল ৮টায়। দোলাইরপাড় হয়ে যাত্রাবাড়ী মোড়ে এসে তিনি গাবতলীগামী যে বাসে উঠেছিলেন, টিকাটুলি পর্যন্ত দুই কিলোমিটারের পথ পাড়ি দিতেই সেটির লেগে যায় পুরো এক ঘণ্টা।


পায়ে হাঁটলেও এতটুকু পথ পাড়ি দিতে সময় লাগত আধা ঘণ্টারও কম। বাইরে বৃষ্টি, পুরো সড়ক জুড়ে বাস, মোটরসাইকেল রিক্সাসহ বিভিন্ন ধরনের বাহন। ফুটপাতেও পানির কারণে হাঁটা সম্ভব নয়। অগত্যা বাসের মধ্যেই তাকে বসে থাকতে হয়েছে মতিঝিল পৌঁছানো পর্যন্ত।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও