![](https://media.priyo.com/img/500x/https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728110192-122c604a415715fd75c7b14b7b2ac6af.jpg)
ক্ষত না শুকাতেই এবার বিএসসির আরেক জাহাজে অগ্নিকাণ্ড, নিহত ১
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন ‘এমটি বাংলার সৌরভ’ নামে আরো একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন বলে জানা গেছে। উদ্ধার করা হয়েছে ৪৮ জন নাবিক ও ক্রুকে।
গতকাল শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাত ১টায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় মধ্যসাগরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।