ভোটে জিতলে জাতীয় সরকার গঠন করবে বিএনপি
বিএনপি নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠন করতে চায়। এ নিয়ে তাদের ভাবনা, ভারতের সঙ্গে সম্পর্ক ও চলমান রাজনীতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন কাদির কল্লোল ও সেলিম জাহিদ। দুই পর্বের সাক্ষাৎকারের আজ প্রকাশিত হলো শেষ পর্ব।
প্রথম আলো: নির্বাচনে জয়ী হলে জাতীয় সরকার গঠনের কথা বলছেন। জাতীয় সরকার আসলে কী, এর ধারণাটা কী?
মির্জা ফখরুল ইসলাম আলমগীর: এর ধারণাটা হচ্ছে, আপনি এখনো আন্দোলন করছেন, এরপর আপনি নির্বাচন করলেন। নির্বাচন করে ওখানে ১০টি দল জিতল। ৫ জন, ১০ জন, ১৫ জন, যা নিয়ে হোক জিতল। তাদের নিয়ে আমরা একটা জাতীয় সরকার করব। আমাদের কিন্তু পরিষ্কার বলা আছে, ৩১ দফা বাস্তবায়ন করতে চাই এই কনসেপ্টের ভিত্তিতে; যেখানে এই দলগুলোকে নিয়ে জাতীয় সরকার করা হবে।