বিটিভি কি দলীয় প্রচারযন্ত্রই থাকবে?
বাংলাদেশ টেলিভিশন অতি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান। পরিচালিত হয় জনগণের করের টাকায় কিন্তু ব্যবহৃত হয় দলীয় কাজে। জন্মলগ্ন থেকে বিটিভি সরকারি দলের নগ্ন প্রচার বা অপপ্রচার মাধ্যম। সংবাদ, অনুষ্ঠান থেকে শুরু করে সব ধরনের আধেয়তে সরকার দলের নিরঙ্কুশ আধিপত্য।
দেশ স্বাধীন হওয়ার পর থেকেই তা চলছে। প্রকৃতপক্ষে দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৬৪ সালে যখন বিটিভি (তখন পিটিভি) যাত্রা শুরু করে তখনো প্রতিষ্ঠানটি জেনারেল আইয়ুব খানের প্রধান প্রচারযন্ত্র ছিল। যে পরম্পরা আজও চলমান।
- ট্যাগ:
- মতামত
- বিটিভি
- বিটিভি-বেতার