![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024October/china-stock-market-041024-1728099657.jpg)
কমিউনিস্ট চীনের ৭৫, শি কি অর্থনীতি ঠিক করতে পারবেন?
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৫
চীন যখন তার ‘স্বর্ণালি সপ্তাহের’ ছুটি উদযাপনের সঙ্গে গণপ্রজাতন্ত্রের ৭৫তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিচ্ছিল, তখন ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দেশের ক্ষয়িষ্ণু অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে।
বিবিসি লিখেছে, এই পরিকল্পনার মধ্যে রয়েছে সংকটে পড়া আবাসন খাতে সহায়তা, পুঁজিবাজারের জন্য সহায়তা, দরিদ্রদের জন্য নগদ অর্থ সহায়তা এবং সরকারি আরও কর্মসূচিতে খরচা। এই ঘোষণার পর চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ের শেয়ারদর রেকর্ড পরিমাণ বেড়েছে।
তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, এসব পদক্ষেপ চীনের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য যথেষ্ট নাও হতে পারে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- আবাসন খাত
- অর্থ সহায়তা