পূজায় ছোটদের পোশাক এবার যেমন হবে

প্রথম আলো প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১৫:০৫

কদিন পরই ঢোলে ঢাকের কাঠি পড়বে, দেবীবরণের মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। উৎসব যাদের মধ্যে বেশি আনন্দ নিয়ে আসে, সেই কচিকাঁচাদের পোশাক হওয়া চাই মনের মতো। বড়দের পূজার পোশাকে লাল–সাদা রঙের প্রাধান্য থাকলেও ছোটদের পোশাকে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে ছোট সদস্যটির পোশাক নির্বাচনের সময় একদিকে ভ্যাপসা গরম, অন্যদিকে হুটহাট বৃষ্টি, আবহাওয়ার এই দিকটি মাথায় রাখতে হবে। তার আরামের বিষয়টি প্রাধান্য পাচ্ছে কি না, তা–ও দেখতে হবে।


প্রতিবারের মতো এবারও শারদীয় দুর্গাপূজা সামনে রেখে প্রতিটি ফ্যাশন হাউসেই ছোটদের জন্য থাকছে রঙিন সব পোশাকের আয়োজন। যমুনা ফিউচার পার্কের বিভিন্ন দোকান, দেশাল, অঞ্জন’স, সেইলর, কে ক্র্যাফট, লা রিভ, শৈশব, আড়ং, ক্লাব হাউস, টুয়েলভ, ইনফিনিটি, রঙ বাংলাদেশ, ইয়েলোসহ বিভিন্ন দোকান ঘুরে দেখা গেল পূজাকে কেন্দ্র করে ছোটদের জন্য নানা ধাঁচের পোশাক এনেছে দেশীয় ফ্যাশন হাউসগুলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও