জাহিদ হাসান কি অপচয়ের শিকার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১৪:৫৬

আমাদের একজন জাহিদ হাসান আছেন। আমাদের না হয়ে তিনি ভারতের হলে হয়তো প্রতি মাসে বা বছরে অন্তত তিনটি হিন্দি বা তামিল বা তেলেগু ভাষার সিনেমায় তাকে আমরা দেখতে পেতাম। সিনেমা ট্রেড অ্যানালিস্ট মারফত জানতে পারতাম, তার অভিনীত সিনেমা কত শত কোটি রুপি ব্যবসা করছে। তিনি যুক্তরাষ্ট্রের হলে কাড়ি কাড়ি ডলার ব্যয় করে দেখতে যেতাম ব্রডওয়েতে। ঢাকার মঞ্চেও অবশ্য তাকে দেখা যেতে পারতো। মাত্র ১ হাজার বা ৫০০ টাকায় টিকিট কিনে মঞ্চনাটকে! অথচ জাহিদ হাসানকে আমরা দেখি ফ্রি, ইউটিউবে। তিনি এখনো কৌতুক অভিনেতা। জাহিদ হাসান কি নিপুণ অপচয়ের শিকার নন?


১৯৬৭ সালের আজকের দিনে জন্মেছেন জাহিদ হাসান। একই বছরে জন্ম নেওয়া ভিন ডিজেল, জ্যাসন স্ট্যাথাম, উইল ফেরেলদের জীবন কাজভরা! ইতিহাসের পাতায় পাতায় তাদের কীর্তি লেখা হচ্ছে। বলিউডের ববি দেওলও মন্দ নয়, অক্ষয় কুমার এখনো ব্যাটিং করে যাচ্ছেন। আমাদের আছেন ‘আরমান ভাই’! আমরা কি এই জাহিদ হাসান চেয়েছিলাম?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও