৫ দিনে ২ লাল কার্ড দেখলেন ফার্নান্দেজ

ডেইলি স্টার প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১২:৪২

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন সেই ২০২০ সালে। তখন থেকেই দলটি মূল চালিকা শক্তি পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। গত চার মৌসুমে কোনো লাল কার্ড দেখেননি তিনি। কিন্তু চলতি মৌসুমে শেষ পাঁচ দিনের ব্যবধানে দেখলেন দুটি।


বৃহস্পতিবার রাতে স্তাদিও দো দ্রাগাওয়ে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে পোর্তোর সঙ্গে ৩-৩ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ৮১তম মিনিটে ফার্নান্দেজ লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় ইংলিশ ক্লাবটি।


গত রোববারই ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যাম হটস্পার্সের বিপক্ষে ম্যাচে জেমস ম্যাডিসনকে অহেতুক একটি ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে বহিষ্কার হয়েছিলেন ফার্নান্দেজ। আর গতকাল রাতে হাই বুটের কারণে দ্বিতীয় হলুদ কার্ড দেখে হয়েছেন বহিষ্কার। যদিও তার পা নাহুয়েন পেরেজের মাথা পর্যন্ত ওঠেনি। তবে কার্ড দেখানোর জন্য যথেষ্ট মনে করেছেন রেফারি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও