পুলিশের মনোবল ফেরানো খুব জরুরি

যুগান্তর জেহসান ইসলাম প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ১১:৩২

বাংলাদেশে সরকারি বা বেসরকারি যত চাকরি আছে, সবচেয়ে কঠিন, কষ্টকর ও বিব্রতকর হলো পুলিশের চাকরি। সেই ব্রিটিশ আমল থেকেই পুলিশ প্রতিনিয়ত জনসাধারণের সঙ্গে মারামারি ও যুদ্ধ করে আসছে।


এমনও দেখা গেছে, দু’পক্ষ মিলে মারামারি করছে, পুলিশ তা থামাতে বা নিয়ন্ত্রণ করতে গেলে দু’পক্ষ এক হয়ে পুলিশের বিরুদ্ধেই মারামারি শুরু করেছে। দার্শনিক টমাস হবস বলেছিলেন, মানুষের অবস্থা হচ্ছে, প্রতিটি মানুষ প্রতিটি মানুষের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধে লিপ্ত (The condition of man is a condition of war of everyone against everyone-Thomas Hobbes)। বাংলাদেশে পুলিশের অবস্থা প্রায় এ রকমই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও