ব্যবসা-বাণিজ্যে উদ্বেগ আস্থার সংকট
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২৪, ০৯:৫৭
অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে আগের সরকারের ভুল নীতির রেশ কাটেনি এখনো। ডলারপ্রবাহ সামান্য বাড়লেও সংকট আছে। মূল্যস্ফীতির লাগাম টানতে আগের সরকারের ধারাবাহিকতায় অব্যাহতভাবে বাড়ছে সুদের হার। ফলে উচ্চ সুদের হারে বিনিয়োগ স্থবিরতা প্রকট হচ্ছে।
এর সঙ্গে যোগ হয়েছে গণ-অভ্যুত্থান-পরবর্তী সহিংসতা, শিল্পাঞ্চলে টানা অস্থিরতা, বিক্ষোভ, সংঘর্ষ। মানুষ বদল হয়েছে ঠিকই; কিন্তু আগের মতো জেঁকে বসেছে চাঁদাবাজিও। নানা অজুহাতে দাবিদাওয়ার আড়ালে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলা, নিরপরাধ ব্যবসায়ীদের হয়রানিমূলক মামলাসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ব্যবসায়ী ও উদ্যোক্তা মহলে আস্থাহীনতা, শঙ্কা, ভয় আর উদ্বেগ ছড়িয়ে পড়ছে। থমকে আছে ব্যবসার প্রসার ও নতুন বিনিয়োগ।