সোনা সম্পদ হিসেবে কেমন
প্রথম আলো
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১২:৪৫
হু হু করে বাড়ছে সোনার দাম। ঠিক এই মুহূর্তে কিনতে চাইলে ২২ ক্যারেট সোনার ভরিপ্রতি গুনতে হবে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। ২১ ক্যারেট হলে ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৯১ হাজার ৩৮ টাকা। এর সঙ্গে যোগ হবে মজুরি ও কর।
সহজ কথায়, যা দাম দিয়ে কিনতে হয় আর (পরবর্তী সময়ে প্রয়োজন হলে) ভালো দামে বিক্রি করা যায়, তা–ই সম্পদ। সম্পদের মূল উদ্দেশ্য আপৎকালীন প্রয়োজন মেটানো ও আরও সম্পদ তৈরি। সেই হিসাবে জমি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি ইত্যাদি সবই সম্পদ। স্বর্ণ বা সোনাকে সাধারণত সম্পদ কম, শখের জিনিস হিসেবেই গণ্য করা হয় বেশি।
- ট্যাগ:
- লাইফ
- সোনার দাম
- সোনার দাম বৃদ্ধি