চ্যাম্পিয়নস লিগে এমন হার দেখেনি রিয়াল
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২৪, ১২:২৫
চ্যাম্পিয়নস লিগে শিরোপা জয় তো দূরে থাক। ইউরোপ শ্রেষ্ঠত্বের এই প্রতিযোগিতায় লিল তেমন একটা খেলার সুযোগই পায় না। ২০২১-২২ মৌসুমের পর ফরাসি ক্লাবটি এবার সুযোগ পেল নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে। সেখানেই রিয়াল মাদ্রিদকে হারিয়ে রীতিমতো চমকে দিয়েছে লিল।
লিলের বিপক্ষে ম্যাচের আগে সব ধরনের প্রতিযোগিতা মিলে রিয়াল এ বছরের জানুয়ারি থেকে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল। স্তেদি পিয়েরে মাউরয় স্টেডিয়ামে গত রাতে রিয়ালের অপরাজেয় যাত্রায় ছেদ ঘটে। কার্লো আনচেলত্তির দলকে ১-০ গোলে হারিয়েছে লিল। চ্যাম্পিয়নস লিগের মতো মঞ্চে এমন ধাক্কা খাওয়ায় ম্যাচ শেষে আনচেলত্তি বলেছেন, ‘সাম্প্রতিক সময়ে দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন কিছু (পরাজয়) দেখিনি। আমাদের চেয়ে প্রতিপক্ষ অনেক ভালো খেলেছে এবং জয়টা তাদেরই প্রাপ্য।’
- ট্যাগ:
- খেলা
- চ্যাম্পিয়নস লিগ
- রিয়াল মাদ্রিদ