একপেশে মৌলিক চিন্তায় ফোবিয়া
বাঙালি মৌলিক চিন্তায় খুবই উৎসাহী। দেশে কোনো গণ-অভ্যুত্থান বা রাজনৈতিক সংকট হলে নিজেদের মতো করে বিশ্লেষণ করে এবং এই কথা সর্বত্র বলে থাকে। তা নিয়ে পরিবারে, চায়ের দোকানে অথবা কোনো আড্ডায় প্রবল তর্কাতর্কি শুরু হয়। এবং এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। সম্প্রতি প্রতিটি জায়গায় রাজনীতি ছাড়া কোনো আলোচনা নেই। ঘরে-বাইরের ছোটখাটো সমস্যা নিয়ে এখন তেমন কথা হয় না। কথা একটাই—সেটা বর্তমান সংকট ও ভবিষ্যৎ।
প্রতিদিনই যেহেতু নতুন নতুন সংকট সামনে আসে, কাজেই সেটা নিয়ে বিস্তারিত আলাপ-আলোচনা হতে থাকে। ঘটনাক্রমে মনে হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, খুদে ব্যবসায়ী, রিকশাচালক, সিএনজি-বাসড্রাইভার, হেলপার, কন্ডাক্টরসহ সবাই ‘রাজনীতিবিদ’ হয়ে গেছে! সেই সঙ্গে গৃহবধূরা, বাড়ির কাজের ছেলেমেয়েরাও একই আলোচনায় যোগ দিচ্ছে আর মোটরগাড়ির ড্রাইভাররা এই সময়ে প্রায় দার্শনিক হয়ে গেছে! তবে আলোচনাতেই তাদের আনন্দ কিন্তু একেবারেই আগ্রহ নেই কোনো ঘটনায় অংশ নেওয়ার। যদিও সাম্প্রতিক আন্দোলনে কেউ কেউ অংশ নিয়েছিল এবং তাদের অংশগ্রহণ করার বিষয়টিও খুব ফলাও করে প্রচার করে থাকে। কিন্তু এ কাজে বাঙালি স্বভাবের অবিচ্ছেদ্য অংশ—কর্তব্যে অবহেলা, ফাঁকিবাজি করা এবং দুর্নীতি—কোনোটাতে তারা যে থামছে, তা নয়।
- ট্যাগ:
- মতামত
- বাঙালি
- মৌলিক অধিকার