হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন দুই সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ২০:১৫

ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিয়মিত ভিডিও কল করেন অনেকেই। কিন্তু হঠাৎ বন্ধু বা পরিচিত কেউ ভিডিও কল করলে প্রস্তুতি না থাকায় আশপাশের পরিবেশ নিয়ে বেশ বিব্রত হতে হয়। এ সমস্যা সমাধানে ভিডিও কলের জন্য ফিল্টারস ও ব্যাকগ্রাউন্ডস নামের নতুন দুটি সুবিধা যুক্ত করেছে হোয়াটসঅ্যাপ। নতুন সুবিধাগুলো কাজে লাগিয়ে ভিডিও কল করার সময় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন ধরনের ফিল্টার এবং পটভূমি ব্যবহার করা যাবে। এর ফলে যেকোনো স্থান থেকে স্বচ্ছন্দে ভিডিও কল করা যাবে।


হোয়াটসঅ্যাপের তথ্যমতে, আগামী সপ্তাহ থেকেই সব ব্যবহারকারী নতুন সুবিধাগুলো ব্যবহার করতে পারবেন। ফিল্টারস সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় আশপাশে বিভিন্ন রঙের আবহ যুক্তের পাশাপাশি মোট ১০ ধরনের ফিল্টার ব্যবহার করা যাবে। এ ছাড়া ব্যাকগ্রাউন্ডস সুবিধার মাধ্যমে ভিডিও কল চালু থাকা অবস্থায় পেছনের পটভূমি পরিবর্তন করা যাবে। ফিল্টারসের মতো ব্যাকগ্রাউন্ডসেও ১০ রকম পটভূমি নির্বাচন করা যাবে। ফলে ভিন্ন ভিন্ন আবহে ভিডিও কল করার সুযোগ মিলবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও