![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2024%2F09%2F30%2Fshutterstock_1317651527-1-0905bb7afcb3c618bdceefbcd3d4ab74.jpg%3Fjadewits_media_id%3D939016)
চুলের যত্নে রোজমেরি অয়েল কেন ব্যবহার করবেন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ২০:০৭
চুলের যত্নে সুগন্ধযুক্ত রোজমেরি তেল ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। এর পরিমিত ব্যবহার বেশ কিছু উপকারিতা প্রদান করবে আপনাকে। চুল পড়া কমে যাওয়ার পাশাপাশি নতুন চুল গজানোর ক্ষেত্রেও এই তেল বেশ কার্যকর- এমনটাই বলছে গবেষণা। জেনে নিন আরও বিস্তারিত।
রোজমেরি তেল ব্যবহারের উপকারিতা
- ২০১৫ সালের একটি সমীক্ষায় দেখা গেছে যে রোজমেরি তেল চুল পড়া কমাতে সাহায্য করে। নারকেল তেলের সঙ্গে এটি মিশিয়ে ব্যবহার করলে ফল পাওয়া যায় দ্রুত।
- ২০২২ সালের আরেকটি গবেষণা বলছে, এই তেল চুলের বৃদ্ধির জন্য মিনোক্সিডিল নামক ওষুধের মতো কাজ করে।রোজমেরি এসেনশিয়াল অয়েল মাথার ত্বকে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে। এতে চুলের বৃদ্ধি বাড়ে।
- ২০১৭ সালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, রোজমেরি মাথার ত্বকের সংক্রমণের সাথে লড়াই করতে পারে যা চুল পড়ার কারণ। তবে মাথার ত্বকে ইনফেকশন থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অবশ্যই।
- রোজমেরি পাতার নির্যাস চুলের বৃদ্ধিতে সহায়ক।
- মাথার ত্বকে পুষ্টি জোগায় রোজমেরি অয়েল। এতে চুল মজবুত হয়।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- তেলের ব্যবহার
- রোজমেরি