অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে মিরাজ, ১৪ বছর পর ব্যাটিংয়ে শীর্ষ ৫০–এ নেই সাকিব
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে একমাত্র ইনিংসে ৭৭ রান, বল হাতে দুই ইনিংসে ৫ উইকেট নিয়ে আইসিসির টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে প্রথমবার শীর্ষ দশে উঠে আসেন মেহেদী হাসান মিরাজ। ভারতে দুই ম্যাচের সিরিজ শেষে সেই মিরাজ প্রথমবারের মতো উঠে এসেছেন টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে।
কানপুর টেস্টের পর আজ প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে উঠেছেন মিরাজ। ৯টি রেটিং পয়েন্ট বেড়েছে তাঁর। এই স্পিনিং অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ২৭২। আগস্টে পাকিস্তান সিরিজের আগে ২১৩ পয়েন্ট ছিল তাঁর। ভারত সিরিজে ব্যাট হাতে অতটা ভালো করতে না পারলেও বল হাতে দুই টেস্টে নিয়েছেন ৯ উইকেট।
টেস্টে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আছেন বাংলাদেশের সাকিব আল হাসানও। কানপুর টেস্ট শেষে আগের সপ্তাহের মতোই তিনে আছেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় রবীন্দ্র জাদেজা (১ম) ও রবিচন্দ্রন অশ্বিন (২য়)।