কর্মকর্তাদের পদায়নে বৈষম্য করছে ইসি
নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ও মাঠ পর্যায়ের পদায়নে বৈষম্য করছে বলে অভিযোগ করেছেন সংস্থাটির কর্মকর্তারা। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে পদোন্নতিপ্রাপ্তদের যথাযথ স্থানে পদায়নের দাবিও করেছেন ইসি কর্মকর্তারা।
ইসি সচিব শফিউল আজিমের কাছে তারা ইতোমধ্যে এ সংক্রান্ত লিখিত দাবি জমা দিয়েছেন।
এতে উল্লেখ করা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের বিভিন্ন স্তরে শূন্যপদে এ পর্যন্ত সকল পদোন্নতি দেওয়া হয়েছে। অতীব দুঃখের বিষয় বিগত ১৫ বছরে ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রভাব ও আর্থিক সংশ্লিষ্টতার কারণে বিপুল সংখ্যক পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন পদে যোগ্যতর স্থানে পদায়ন না করে জুনিয়র এবং নীচের গ্রেডের পদের কর্মকর্তাদেরকে উচ্চতর পদে পদায়ন করে চরম বৈষম্যমূলক অবস্থার সৃষ্টি করা হয়েছে। যা বর্তমান ছাত্র-জনতার বিপ্লবী সরকারের মূল চেতনার পরিপন্থি। উদাহরণ স্বরূপ মাঠ পর্যায়ের দশ অঞ্চলে চতুর্থ গ্রেডের দশজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা থাকা সত্ত্বেও খুলনা, রাজশাহী ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার পদে নিম্নতর ৫ম গ্রেডের কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।