রানা প্লাজাধসে হতাহতের মামলায় সোহেল রানার জামিন স্থগিত

প্রথম আলো প্রকাশিত: ০২ অক্টোবর ২০২৪, ১৭:৫৩

ঢাকার অদূরে সাভারে রানা প্লাজাধসে হতাহতের ঘটনায় করা মামলায় ভবনমালিক সোহেল রানাকে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।


হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে আবেদনটি আগামী ২১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে।

আজ আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। সোহেল রানার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব, সঙ্গে ছিলেন আইনজীবী মো. সাজ্জাদ আলী চৌধুরী।


অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ প্রথম আলোকে বলেন, হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে সোহেল রানা কারামুক্তি পাচ্ছেন না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও