সুপারশপে টাকা দিয়ে পাটের ব্যাগ কিনতে ‘আগ্রহ কম’ ক্রেতাদের

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২২:৫০

দেশের সুপারশপগুলোতে ১ অক্টোবর থেকে কেনাকাটায় পলিথিনের ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে সব সুপারশপে ক্রেতাদের জন্য রাখা হয়েছে পাট কিংবা কাপড়ের ব্যাগ। ক্রেতারাও পলিথিনের বিকল্প এসব ব্যাগে কেনাকাটা করছেন। তবে পলি ব্যাগ বিক্রেতার পক্ষ থেকে দেওয়া হলেও পাটের বা কাপড়ের ব্যাগ নিজের টাকায় কিনতে হচ্ছে ক্রেতাদের। এ নিয়ে ক্রেতাদের অনেকের মধ্যে অনীহাও দেখা গেছে। বলা চলে, সুপারশপে কেনাকাটা করতে গিয়ে পকেটের টাকায় ব্যাগ কিনতে আগ্রহ কম তাদের।


সরেজমিনে মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সুপারশপ ঘুরে এমন চিত্র দেখা গেছে।


এদিন আগোরা, বিগ বাজার, স্বপ্ন, ডেইলি শপিং, ইউনিমার্টের মতো সুপারশপগুলোতে গিয়ে দেখা যায়, ক্রেতাদের হাতে হাতে পাটের বা কাপড়ের ব্যাগ। সুপারশপগুলোতে ছোট-বড় বা মাঝারি বিভিন্ন মাপের পাটের ব্যাগ রাখা রয়েছে। সেখান থেকে ব্যাগ কিনে তাতে প্রয়োজনীয় পণ্য নিয়ে ফিরছেন ক্রেতারা। কেউবা আবার পলি ব্যাগ নিষিদ্ধের খবরে বাসা থেকে ব্যাগ নিয়ে আসেন। তবে অলিগলির সুপারশপগুলোতে এখনো পাটের ব্যাগের ব্যবহার পুরোপুরি শুরু হয়নি। সেসব শপে পলিথিন ব্যাগেই পণ্য কেনাবেচা চলতে দেখা গেছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও