 
                    
                    গাড়ির হেডলাইটের হাই বিম-লো বিম কখন কোনটা ব্যবহার করবেন
                        
                            জাগো নিউজ ২৪
                        
                        
                        
                         প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ২২:২৬
                        
                    
                যারা গাড়ির সম্পর্কে ধারণা রাখেন তারা নিশ্চয়ই জানেন, চার চাকা এবং দু’চাকা গাড়ির হেডলাইটে দু’ধরনের সেটআপ থাকে। হাই বিম এবং লো বিম। হাই বিম সেট আপে তীব্র আলো হয়। অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে আলো। লো বিম সেটআপে আলো কম হয়, গাড়ির আশপাশ অর্থাৎ কাছাকাছি জায়গাই আলোকিত হয়।
পুরোনো মডেলের গাড়িতে হাই বিম এবং লো বিমের জন্য আলাদা বাল্ব থাকত। এখনো কিছু গাড়িতে এমনটা দেখা যায়। তবে আধুনিক মডেলের গাড়িগুলোতে একটা বাল্বেই দুটি ফিলামেন্ট দেওয়া হয়। একটা হাই বিমের জন্য, অন্যটা লো বিমের জন্য।
অনেকেই সঠিক জানেন না, কখন কোন সেটআপ ব্যবহার করতে হয়। এতে ঝামেলায় পড়তে হয় অনেক সময়। কিছু দেশে হাই বিম ও লো বিম ব্যবহারের ওপর নিয়ম রয়েছে, সেগুলো মেনে চলা অত্যন্ত জরুরি। চলুন দেখে নেওয়া যাক কখন সেটআপ ব্যবহার করবেন-

 
                    
                 
                    
                 
                    
                