অক্টোবরে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে ডেঙ্গু

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১৮:৫৬

দেশে ডেঙ্গুরোগীর সংখ্যা প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে। দীর্ঘ হচ্ছে মৃত্যুর সারি। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে ডেঙ্গুর চোখ রাঙানি দেখেছে দেশ। যেখানে আগের মাস আগস্টের তুলনায় সেপ্টেম্বরে আক্রান্তের সংখ্যা ছিল তিনগুণ। আগের আট মাসের সমান মৃত্যু ছিল এক মাসেই। তবে অক্টোবরে ডেঙ্গুর সংক্রমণ সেপ্টেম্বরের অবস্থাকেও ছাড়িয়ে যেতে পারে। অক্টোবরে ডেঙ্গু আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।


তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের ৯ মাসের মধ্যে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরে ডেঙ্গুতে ৮০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, যা ৯ মাসের মোট মৃত্যুর প্রায় ৫০ শতাংশ। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট মারা গেছেন ১৬৩ জন।


অন্যদিকে, গত ৯ মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন। যেখানে ১৮ হাজার ৯৭ জনই আক্রান্ত হয়েছেন সেপ্টেম্বরে, যা মোট আক্রান্তের প্রায় ৬০ শতাংশ।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও