লিবিয়া থেকে ফিরলেন ১৪৪ বাংলাদেশি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১৭:৪০
লিবিয়ার বেনগাজি থেকে ১৪৪ জন আটকে পড়া অনথিভুক্ত বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। মঙ্গলবার (১ অক্টোবর) বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সর্বাত্মক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম এর প্রত্যক্ষ সহযোগিতায় বেনগাজি থেকে ১৪৪ জন আটকে পড়া বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরত আনা হয়েছে।
আইওএম এর পক্ষ থেকে তাদের প্রত্যেককে ৬ হাজার টাকাসহ কিছু খাদ্যসমগ্রী উপহার, চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- বাংলাদেশি
- বাংলাদেশি নাগরিক