বুলেট ট্রেন বদলে দিয়েছে জাপানকে

প্রথম আলো প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১৬:২৪

জাপান ১৯৬৪ সালে শিনকানসেন (বুলেট ট্রেন) উদ্বোধন ও টোকিও অলিম্পিক আয়োজন করে। দেশটির অর্থনৈতিক ও গণতান্ত্রিক শক্তির উত্থান শুরু সেখান থেকেই। ১৯৬৪ সালের ১ অক্টোবর স্থানীয় সময় সকাল ছয়টায় টোকিও ও ওসাকা থেকে দুই দিকে দুটি ট্রেন যাত্রা শুরু করে। এটি ছিল জাপানের ভবিষ্যৎ গড়ার একটি পরীক্ষা। এই বুলেট ট্রেনই পরে বৈশ্বিক অর্থনৈতিক শক্তিশালী জাপানের রূপান্তরের প্রতীক হয়ে দাঁড়ায়।


ওই সময়কার সাদা–কালো ছবিতে দেখা যায়, অনেক পরিপাটি পোশাক পরা নারী, পুরুষ ও শিশুরা ট্রেনের জানালার কাচ দিয়ে বাইরে বিস্ময়ে তাকিয়ে রয়েছে। অনেকেই দ্রুতগতির ট্রেনভ্রমণে গতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজের স্নায়ুকে শান্ত রাখার চেষ্টা চালাচ্ছেন।


টোকিও ও ওসাকা ছিল ওই দুটি ট্রেনের গন্তব্য। সেখানকার প্ল্যাটফর্মে ভিড় জমে গিয়েছিল। এখনকার মতোই ওই সময় জাপানের ট্রেন যথাসময়ে সকাল ১০টায় গন্তব্যে পৌঁছেছিল। ৩২০ মাইলের পথ যাত্রীদের আগে যেখানে যেতে সাত ঘণ্টা সময় লাগত, সেখানে শিনকানসেনে করে মাত্র চার ঘণ্টায় গন্তব্যে পৌঁছেছিলেন যাত্রীরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও