পশ্চিমবঙ্গ: কলা চুরি ঠেকাতে সাবেক সেনাসদস্যের অভিনব কৌশল
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১৩:২৭
অনেক শখ করে বাড়ির পাশেই লাগিয়েছেন কলা গাছ। প্রতিবছর তাতে ফলও আসছে। কিন্তু নিজের হাতে লাগানো গাছের ফল বাড়িতে আর নিয়ে যাওয়া হয়ে ওঠে না, তার আগেই চলে যায় চোরের দখলে। এবার সেই ফল রক্ষায় অভিনব এক উপার বের করেছেন ভারতীয় সেনাবাহিনীর সাবেক এক সদস্য।
কলা গাছের গোড়ায় বাঁশ পুঁতে ও তার সঙ্গে টিন দিয়ে ঘিরে রেখে তালা ঝুলিয়ে দিয়েছেন। আর উঁচুতে থাকা কলার কাঁদি বাঁচাতে ব্যবহার করেছেন বিশেষ ধরনের মোটা লোহার জালি, যা ঝুলিয়ে রাখা হয়েছে বাঁশের সঙ্গে। কেউ যদি কলার কাঁদিটি কাটতে যায় তাহলে ঠিক সেটি কেটে লোহার জালিতেই আটকে থাকবে, নিচে আর পড়বে না।
- ট্যাগ:
- জটিল
- অভিনব
- অভিনব উদ্যোগ