You have reached your daily news limit

Please log in to continue


বাড়ছে ডেঙ্গু রোগী, বড় হচ্ছে মৃত্যুর মিছিল

ডেঙ্গু ক্রমেই নিয়ন্ত্রণহীন হয়ে উঠছে। বাড়ছে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, বড় হচ্ছে মৃত্যুর মিছিল। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, রোগীদের মধ্যে সচেতনতার ঘাটতি থাকায় হাসপাতালে দেরিতে আসছে। এ কারণে মৃত্যু বাড়ছে। নগরবাসী মশকনিধন কার্যক্রমে স্থবিরতার অভিযোগ করলেও স্থানীয় সরকার মন্ত্রণালয় বলছে, মশকনির্ধন কার্যক্রম জোরদার করা হয়েছে। এ ব্যাপারে কীটতত্ত্ববিদদের সহায়তা চাওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আরও ৫ জন মারা গেছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ১৬৩ জন হলো। এর মধ্যে সেপ্টেম্বরের ৩০ দিনেই মৃত্যু হয়েছে ৮০ জনের। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৫২ জন। এ নিয়ে এ বছর হাসপাতালে ভর্তি হওয়া মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ হাজার ৯৩৮ জনে। এর মধ্যে সদ্য বিদায় নেওয়া সেপ্টেম্বরের ৩০ দিনেই হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৯৭ জন রোগী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন