You have reached your daily news limit

Please log in to continue


গোয়েন্দা: বাংলা সাহিত্য থেকে চলচ্চিত্রে

বাংলা সাহিত্যে বহু গোয়েন্দা চরিত্র আছে। সাম্প্রতিক সময়ে তাদের নিয়ে সিনেমা, সিরিজ তৈরি করছেন নির্মাতারা। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে জনপ্রিয়ও হচ্ছে খুব। বাংলা সাহিত্যের গোয়েন্দাদের বইয়ের পাতা থেকে চলচ্চিত্রে আসা এবং সেসব চলচ্চিত্র ও চরিত্রদের নিয়ে এ আয়োজন প্রকাশ হবে পাঁচ পর্বে। আজ প্রথম পর্ব

সাহিত্যের নানা ঘরানার মাঝে ‘গোয়েন্দা গল্প’ নতুন কিছু নয়। এর ইতিহাস বহু প্রাচীন। জিকে চ্যাস্টারটন বা তারও আগে এডগার অ্যালান পো লিখেছিলেন গোয়েন্দা গল্প। আসলে এদের আগেও রহস্য গল্প লেখা হতো। কিন্তু বর্তমানে যা গোয়েন্দা গল্প বলে প্রচলিত, এসব গল্প তেমন ছিল না। একটা সময় সে রহস্য সমাধান নিয়ে যখন গল্প লেখার কথা চিন্তায় আসে, তখনই গোয়েন্দা গল্প সৃষ্টি হয়। আর গোয়েন্দা গল্পের আধুনিক যে ধারণা, সে অনুসারে বিচার করলে অ্যালান পো হলেন প্রথম সার্থক গোয়েন্দা গল্পের স্রষ্টা। এরপর স্বাভাবিকভাবেই তা আসে সিনেমায়। তবে সিনেমার আগে একটু বাংলা গোয়েন্দা সাহিত্যের দিকে তাকানো প্রয়োজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন