![](https://media.priyo.com/img/500x/https://cdn.bdnews24.com/bdnews24/media/bangla/imgAll/2024October/shanghai-stabbing-011024-01-1727755948.jpg)
চীনের সাংহাইয়ে সুপারমার্কেটে ছুরি হামলায় নিহত ৩, আহত ১৫
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ০১ অক্টোবর ২০২৪, ১০:২৮
চীনের বৃহত্তম শহর সাংহাইয়ের একটি সুপারমার্কেটে ছুরি হামলায় তিনজন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় সোমবার রাতে এক ব্যক্তি ওই সুপারমার্কেটের ভেতরে ছুরি নিয়ে উন্মত্তের মতো হামলা চালায়।
মঙ্গলবার বার্তা সংস্থা সিনহুয়া জানায়, হামলায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু সেখানে তিনজন মারা যান।